বেদনার রংতুলিতে আঁকা একটি জীবন (পেপারব্যাক)
বেদনার রংতুলিতে আঁকা একটি জীবন (পেপারব্যাক)
৳ ২৫০   ৳ ১৫০
৪০% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত  ছাড়

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

সবাইকে সৃষ্টিকর্তা সব কিছু দেন না। আমার জীবনের বড় দুটি দুঃখের একটি হলো, আমি ছবি আঁকতে পারি না। দুধের সাধ ঘোলে মেটানোর মতো ছবি আঁকতে না-পারার সাধ আমি মিটিয়েছি চিত্রকলা নিয়ে পড়ালেখা করে। খুব অল্প বয়সেই আমি ভ্যান গগের প্রেমে পড়ি। আমার এখনও মনে পড়ে, একদিন ভ্যান গগের উপর একটা বই নীলক্ষেতে পেয়ে যাই। তখন কলেজে পড়ি, তার চেয়ে বেশি পড়ি নীলক্ষেতে। বইটা হাতে নিয়ে রিকশায় ফিরছি আর চরম উত্তেজনায় বারবার পাতা উল্টাচ্ছি। পড়তে পারছি না, কারণ তখন রাত, কিন্তু ছবিগুলো দেখছি। আর অবাক হয়ে লক্ষ করলাম, চলতি রিকশার সাথে আলো বদলায়, আর আলোর সাথে একেকটা ছবির রং রূপ বদলে যায়। হায়, ঈশ্বর আজ পর্যন্ত ভ্যান গগের আঁকা একটি মূল ছবিও সরাসরি দেখার সুযোগ পাইনি, কিন্তু প্রিন্টেই যা দেখেছি তার মুগ্ধতা থেকেই তো আজও বেরুতে পারি না। যাহোক, সেই আলো-আঁধারিতে দেখা বই পরদিন সকালেই পড়তে বসি। কলেজ থাকে কলেজের জায়গায়, আর আমি আর ভ্যান গগ থাকি বোটানিক্যাল গার্ডেনে বসে। সেই যে বোটানিক্যাল গার্ডেন থেকে ভ্যান গগের সঙ্গে প্রেম শুরু আমি জানি আমৃত্যু তা রয়ে যাবে। তাহলে, এইখানে এই সুযোগে বলে রাখি, প্রেমই আমার ভরসা। আমার কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা নেই ভ্যান গগ বা অন্য কোনো শিল্পীকে নিয়ে লেখার। কিন্তু আমি লিখেছি এবং লিখব। কারণ আমি ভালোবাসি ভ্যান গগ এবং ভ্যান গগের মতো অসংখ্য শিল্পীকে। তবু কিছু ঋণ তো রয়েই যায়। আজকের যুগে যে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে বোধহয় সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেট। আর এই ইন্টারনেটের জগৎটা এত বড় আর বিশাল যে সেখানকার কোথা থেকে কতটুকু নিয়েছ সে হিসাব রাখাও বাতুলতা। বইয়ের ক্ষেত্রে অকাতরে সাহায্য নিয়েছি ‘দ্য গ্রেট আর্টিস্ট’ সিরিজের। লন্ডনের মার্সাল ক্যাভেনডিস থেকে প্রতি সপ্তাহে একটি করে ৯৯জন শিল্পীকে নিয়ে এই সিরিজের ৯৯টি বই প্রকাশিত হয়েছিল। সিরিজের প্রথম বইটিই ভ্যান গগ-কে নিয়ে। মূলত এই সিরিজের বইগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি স্বপ্ন দেখছি, একদিন আমিও বিশ্বের সেরা শিল্পীদের নিয়ে এই রকম একটা সিরিজ লিখে যাব। পাঠক, দয়া করুন, দোয়া করুন, প্রকাশকরা যেন আমার কাঁচা স্বপ্নের গোঁড়ায় সার-জল দেন। যেহেতু মানুষের লেখা বই সেহেতু এতে ভুল-ত্র“টি থাকবেই। তার জন্যে অহেতুক ক্ষমা চেয়ে লাভ নেই, বরং অনুরোধ থাকবে, গালি-গালাজ এবং পরামর্শ যথা ঠিকানায় পৌঁছে দিন। ইনশাল­া, এটিই এই বইয়ের শেষ সংস্করণ নয়, আগামী সংস্করণে ভুল-ভ্রান্তি সংশোধনের প্রতিজ্ঞা রইল। পাঠকই ভরসা। ধন্যবাদান্তে মুম রহমান

Title : বেদনার রংতুলিতে আঁকা একটি জীবন
Author : মুম রহমান
Publisher : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
ISBN : 9789849891602
Edition : 2nd Published, 2016
Number of Pages : 64
Country : Bangladesh
Language : Bengali

মুম রহমান। পুরাে নাম মুহম্মদ মজিবুর রহমান। জন্ম ২৭ মার্চ, ১৯৭১ সাল। বাবা : মাে. মুসলেহ উদ্দিন। মা : তাহেরুন্নেসা। দেশে এবং দেশের বাইরে উল্লেখযােগ্য পত্র-পত্রিকায় অসংখ্য গল্প-উপন্যাস-নাটক-প্রবন্ধ-অনুবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ব্যস্ত টিভি নাটক আর বিজ্ঞাপনের স্ক্রিপ্ট নিয়ে। প্রথম রচিত ও অভিনীত টিভি নাটক এক চিলতে আকাশ ১৯৮৮ সালে বিটিভিতে প্রচারিত । কাজ করেছেন মঞ্চ ও বেতারে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে নাট্য রচনায় এমএ । পত্র-পত্রিকা ও বিজ্ঞাপনী সংস্থায়ও কর্মরত ছিলেন । বর্তমানে ইংরেজি মাধ্যমের এক স্কুলে নাট্যশিক্ষক হিসাবে কর্মরত। সাকিরা পারভীনকে নিয়ে তৈরি করেছেন আর্ট জোন নামের সংস্থা; যেখানে নাট্যরচনা, আবৃত্তি, বনসাই তৈরির মতাে বিষয়ে ভিন্ন ধারার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন তিনি।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]